November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বাঁচতে, বাঁচাতে ‘ঘুষ’ -ই একমাত্র ভরসা উত্তর কোরিয়ায় !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বাঁচতে, বাঁচাতে ‘ঘুষ’ -ই একমাত্র ভরসা উত্তর কোরিয়ার মানুষের! সরকারি কর্মীদের ঘুষ না দিলে কোনো প্রয়োজনই মেটেনা সেদেশের সাধারণ নাগরিকদের। সরকারি কর্তারা রীতিমতন চমকে-ধমকে ঘুষ দিতে বাধ্য করেন দেশের মানুষকে। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতন স্বাভাবিক প্রয়োজনগুলিও আজ সেখানে দুর্মূল্য। উত্তর কোরিয়া সম্পর্কে এমনই উদ্বেগজনকতথ্য প্রকাশ্যে এনেছে জাতিসংঘ। গতকাল এই রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যদিও রিপোর্টটিকে অস্বীকার করেছে পিয়ংইয়ং।

জাতিসংঘ জানাচ্ছে, মানুষের স্বাভাবিক অধিকার থেকে উত্তর কোরিয়ার ১০ মিলিয়ন মানুষ বঞ্চিত।  উত্তর কোরিয়ার ২১৪ জন মানুষের সাক্ষাৎকার নিয়েছে তারা। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠক করে জাতিসংঘের তরফে জানানো হয়ে সেদেশে দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে শুধু টাকা নয় ঘুষ হিসেবে সিগারেট সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও নিয়ে থাকেন সরকারি কর্তারা।

Related Posts

Leave a Reply