November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

নিষিদ্ধ হতে পারে ইটের তৈরী বাড়ি

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতে দূষণ রোধে অভিনব পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। নিষিদ্ধ করা হচ্ছে পোড়া মাটির ইট দিয়ে বাড়ি তৈরি! কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দফতর সূত্রে জানা গেছে , পোড়া মাটির ইটের বদলে কী ব্যবহার করা যায় তা নিয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মকর্তারা জানিয়েছেন, পোড়া মাটির ইট তৈরিতে ইটভাটায় প্রচুর কয়লা ব্যবহৃত হয়। আর এর ফলেই দূষণ ছড়ায়। তাই দূষণ রোধে পোড়ামাটির ইট ব্যবহারে লাগাম টানা প্রয়োজন। এই ব্যাপারে সংশ্লিষ্ট সব বিভাগের শীর্ষ কর্মকর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তারা।

ভারতে কেন্দ্রীয় পূর্ত দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে দূষণহীন ইট তৈরির অনেক পদ্ধতি আছে। বর্জ্যপদার্থ ব্যবহার করেও ইট তৈরি হচ্ছে। আমরা সেদিকে যাওয়ার চিন্তা-ভাবনা করছি। সেক্ষত্রে প্রথমে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে বন্ধ হবে পোড়া মাটির ইটের ব্যবহার।

ইটভাটার দূষণ নিয়ে গত অক্টোবরেই দুশ্চিন্তা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। তখন দূষণ কমাতে ভাটাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দেয়া হয়।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গেও অবৈধ ইটভাটা অন্যতম একটি সমস্যা। ভাগীরথি, ইচামতি, চূর্ণীসহ গাঙ্গেয় অববাহিকার একাধিক নদীর পাড়ে অসংখ্য অবৈধ ইটভাটা আছে। কিন্তু স্থানীয়দের বাধার মুখে আদালতের নির্দেশ কার্যকর করতে পারে না প্রশাসন।

Related Posts

Leave a Reply