January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

মুখের জন্য বাতিল তাতে কি এভাবে গায়ে পরুন মাস্ক!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

রোনা কালে নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় জুড়েছে একাধিক সামগ্রী। তার মধ্যে অন্যতম মাস্ক ও স্যানিটাইজার। নষ্টও হচ্ছে প্রচুর মাস্ক।

বিভিন্ন জায়গায় পড়ে থাকা বাতিল সেই মাস্ক দিয়ে বিয়ের গাউন তৈরি করে তাক লাগিয়ে দিলেন এক ডিজাইনার। তবে তার উদ্দেশ্য শুধু পোশাক তৈরি নয়, এর মাধ্যমে আমজনতাকে বিশেষ বার্তা দিতে চেয়েছেন তিনি।

জানা গেছে, ওই ডিজাইনারের নাম টম সিলভারউড। একটি বিয়ের নানারকম কাজের ওয়েবসাইট ‘হিচড’-এর সহযোগিতায় বিশেষ এই গাউনটি তৈরি করেছেন তিনি। যাতে ব্যবহার করা হয়েছে ১৫০০ মাস্ক।মডেল জেমিমা হেমব্রো ওই গাউনটি পরে ফটোশুট করেছেন লন্ডনের সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে, যা সকলের নজর কেড়েছে।

এ বিষয়ে ‘হিচড’র পক্ষ থেকে সারা অ্যালার্ড বলেন, ধীরে ধীরে আমরা স্বাভাবিক জীবনে ফিরেছি। বিধিনিষেধ ছাড়াই এবার বিয়ের অনুষ্ঠানে মাততে পারব আমরা।

তার কথায়, করোনা পরিস্থিতিতে প্রচুর মাস্ক নষ্ট হয়েছে। যা কখনই কাম্য নয়। তিনি বলেন, শুধু মাত্র প্রতীক হিসেবেই যে মাস্কের গাউন তৈরির সিদ্ধান্ত, তেমনটা নয়। বাতিল মাস্ক যে ভাল কাজে ব্যবহার করা যায়, এটা থেকে তা স্পষ্ট।

Related Posts

Leave a Reply