নিজে বাস চালিয়ে ‘বর’ কে সঙ্গে নিয়ে বিয়ের আসরে পৌঁছলেন কনে! – KolkataTimes
May 7, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

নিজে বাস চালিয়ে ‘বর’ কে সঙ্গে নিয়ে বিয়ের আসরে পৌঁছলেন কনে!

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

এক অভিনব ঘটনার স্বাক্ষী হয়ে থাকলো চীনের মানুষ। সম্প্রতি সেদেশের এক তরুণী নিজে বাস চালিয়ে বরকে মাঝ রাস্তা থেকে পিক আপ করে নিয়ে বিয়ের আসরে পৌঁছলেন।

চীনের সংবাদমাধ্যম ‘পিপলস ডেইলি’ মঙ্গলবার একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যাচ্ছে -বেলুন, ফুল দিয়ে সুসজ্জিত বাসের স্টিয়ারিংয়ে বসে রয়েছেন কনে। পাশে বসে রয়েছেন বর। ওই তরুণী আসলে পেশায় এক জন বাস চালক। তাই বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছেন তিনি।

তার কথায়, ‘মানুষ গ্রিন ট্রাভেল পছন্দ করেন। তাই আমি আমার বিয়ের জন্য বাসকেই বেছে নিয়েছি। পরিবহণের ক্ষেত্রে সবচেয়ে কম কার্বন ছড়ায় বাসের মাধ্যমেই। আর তা ছাড়া আমি নিজে বাসচালক।’ টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই প্রচুর প্রশংসা বাণী আসতে থাকে। অনন্য এই ভাবনার জন্য শুভেচ্ছা বার্তায় ভরে যায় ওয়াল।

Related Posts

Leave a Reply