সুইসাইড ঠেকাতে মন্ত্রী নিয়োগ করলো ব্রিটেন!
কলকাতা টাইমসঃ
ব্রিটেনে আত্মহত্যা ঠেকানোর জন্য একজন মন্ত্রী নিয়োগ করলো সেদেশের সরকার। এই ধরনের মন্ত্রী নিয়োগ করার ঘটনা বিশ্বে এটাই প্রথম।
ব্রিটেনে যখন দিন দিন বেশি সংখক মানুষ আত্মহত্যাপ্রবন হয়ে উঠছে তখন তেরেসা মে এই পদক্ষেপ নিলেন। এর জন্য ব্রিটেনে মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধবিষয়ক মন্ত্রী নিয়োগ করার জন্য নতুন পদ সৃষ্টি করা হয়। নতুন এই মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় জ্যাকি ডয়লি-প্রাইসকে। এই কাজের জন্য ১৮ লাখ পাউন্ডের একটি তহবিল গঠন করা হয়েছে।
পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য একটি হেল্পলাইন নাম্বার চালু করেছে তারা। মানসিক সমস্যা নিয়ে জনগণের কাছে নিত্যনতুন পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার দাবি করছে, রক্ষণশীল দলের এমপি ডয়লি-প্রাইসকে মন্ত্রী নিয়োগ করার পর আত্মহত্যার প্রবণতা কমবে।