রাশিয়ার ৫টি ব্যাংক এবং এবং ৩জন ধনকুবেরের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ব্রিটেনের
কলকাতা টাইমসঃ
রাশিয়ার প্রথম সারির পাঁচটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ব্রিটেন। এগুলো হলো রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক এবং ব্ল্যাক সি ব্যাংক। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে আজ এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন। একইসঙ্গে রাশিয়ার তিনজন ধনকুবের গেনেডি তিমচেনঙ্কো, বরিস রোটেনবার্গ এবং ইগোর রোটেনবার্গ এর ওপরেও নিষেধাজ্ঞা অরোপ করেন।
ব্রিটেনে থাকা তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হবে। কতৃপক্ষের কোনো কর্মী তাদের দেশে প্রবেশ করতে পারবেন না। এমনকি ব্রিটেনের কোনো নাগরিক তাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবে না। বরিস জানান, তার সহযোগী মিত্র দেশগুলো রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা অরোপ করবে।