করোনা ভাইরাসের হানায় লন্ডনে ৪০ হাজার মানুষের মৃত্যুর আশংকা করছে ব্রিটেন !
কলকাতা টাইমসঃ
প্রাণঘাতী করোনাভাইরাস থাবা বসিয়েছে বিশ্বজুড়ে।এরই মধ্যে লন্ডনে করোনাভাইরাসে ৪০ হাজার মানুষ মারা যেতে পারে বলে আশংকা প্রকাশ করছে ইংল্যান্ড। এমনকি, সেখানে গণকবর তৈরির প্রস্ততি পর্যন্ত নেওয়া হচ্ছে বলে খবর। প্রয়োজনে সাহায্য নেওয়া হবে সামরিক বাহিনীর।
এই পরিকল্পনাটি ‘লন্ডন রেসিলিয়েন্স পার্টনারশিপ (এলআরপি)’ তৈরি করেছে বলে জানা যাচ্ছে। ‘লন্ডন এক্সট্রা ডেথস ফ্রেমওয়ার্ক’ শিরোনামের ৪২-পৃষ্ঠার একটি নথিতে করোনাভাইরাসে গণ-মৃত্যুর ইস্যুটি সামনে উঠে এসেছে। বলা হয়েছে, লন্ডনে করোনাভাইরাস মহামারী রূপ নিলে প্রতি সপ্তাহে প্রায় ১০৫৮ জন মানুষের মৃত্যুর সম্ভাবনা রয়েছে।