November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

৫০ কোটি গ্রাহকের তথ্য হাতানোর অভিযোগে ইয়াহু -কে আড়াই লক্ষ্য পাউন্ড জরিমানা করলো ব্রিটেন !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

গ্রাহকের তথ্য নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ইয়াহু’র ইংল্যান্ডে অবস্থিত শাখাকে আড়াই লক্ষ্য পাউন্ড জরিমানা করেছে ব্রিটেনের তথ্য কমিশন (আইসিও)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ২০১৪ সালে “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়” হ্যাকাররা ৫০ কোটিরও বেশি গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে। এসব তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, ইমেইল ঠিকানা সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য ছিল। আইসিও’র পক্ষ থেকে বলা হয়, ইয়াহু এই ডেটা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

ওই তথ্য নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ব্রিটেনের ৮০ লক্ষ্য গ্রাহক আক্রান্ত হয়েছিলেন। আইসিও’র তদন্তে দেখা যায়, ইয়াহু’র অধীনস্থ ডেটা প্রসেসর ‘সঠিক ডেটা সুরক্ষা নীতি’ মেনে চলেছে কিনা তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের ডেটায় অ্যাকসেস থাকা কর্মীদের তথ্য পর্যবেক্ষণ করা হয়েছে কিনা তাও নিশ্চিত হয়নি। যে ত্রুটিগুলোর কারণে এই নিরাপত্তা লঙ্ঘন হয়েছে, সেগুলো শনাক্তকরণের জন্য আগে “যথেষ্ট সময়” ছিল। তা সত্যও তারা সেটা করেনি বলে অভিযোগ। ২০১৭ সালে মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভেরাইজন ইয়াহুকে কিনে নেয় ও এওএল-এর সঙ্গে একত্র হয়ে ওথ নামের নতুন প্রতিষ্ঠান শুরু করে।

 

Related Posts

Leave a Reply