উষ্ণায়নের প্রথম বলি হতে চলেছে ব্রিটেন !
কলকাতা টাইমসঃ
উষ্ণায়নের প্রথম বলি হতে চলেছে ব্রিটেন। আগামী ৩০ বছরের মধ্যেই জলশুন্য হবে এই দেশ। গবেষণা বলছে, ২০৫০ সালের মধ্যেই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে ব্রিটেনকে।বিশেষত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, যেখানে সর্বাধিক মানুষের বসবাস।
ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী জেমস বেভান জানাচ্ছেন, ‘জলবায়ু পরিবর্তন এবং একইসঙ্গে জনসংখ্যা বৃদ্ধি, এই দুয়ের যোগফল হলো জলসংকট।’ গত গ্রীষ্মে ইংল্যান্ডের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। গত কয়েক দশকের মধ্যে তাপমাত্রার পারদ চড়েছিল সর্বোচ্চ। সেটাই ছিল সংকেত।