চীনের সরকারি চ্যানেলের লাইসেন্স বাতিল করে দিলো ব্রিটেন
কলকাতা টাইমসঃ
চীনের সরকারি চ্যানেলের লাইসেন্স বাতিল করে দিলো ব্রিটেন। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক বা ‘সিজিটিএন’ প্রচার স্বত্ব কেড়ে নেওয়া হয় সেদেশের সরকারের পক্ষ থেকে। বিষয়টিকে মোটেও ভালোভাবে দেখছে না। ব্রিটেনকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে শি জিনপিং প্রশাসন।
ইংল্যান্ডের তথ্য-সংস্কৃতি মন্ত্রকের দায়িত্ব সামলায় ‘অফকম’। তাদের বক্তব্য, ‘এই লাইসেন্সটি ‘স্টার চায়না মিডিয়া লিমিটেড’ নামে একটি সংস্থা অবৈধ ভাবে পেয়েছিলো। বেশ কিছুদিন ধরে তদন্ত চলার পর অবৈধতার প্রমান পাওয়ার পর সিজিটিএন এর লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ব্রিটেন সরকারের তরফ থেকে।