রাজার ৩০০ বছরের গার্ডের প্যারেডে পথ আটকালেন মহিলা , এরপর….
কলকাতা টাইমস :
ব্রিটেনে রাজকীয় গার্ড বাহিনী সুনামের সঙ্গে রানি ও রাজপরিবারের সদস্যদের পাহারা দেয় দীর্ঘকাল ধরেই। আর সে কাজে কোনো বাধা আসলে তারা কী করে? তেমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন এক মহিলা ।
ঘটনাটি ঘটেছে বৃত্ত্যের উইন্ডসর রাজপ্রাসাদের সামনে। সুসজ্জিত রাজকীয় গার্ড বাহিনী নিয়ম অনুযায়ী তাদের প্যারেড করছিল। প্রতিদিনই এ ঘটনা দেখতে আসে বহুসংখ্যক পর্যটক। তেমনই একটি ঘটনায় নিরাপত্তা বেষ্টনী পার হয়ে গার্ড বাহিনীর সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন সেই মহিলা ।
এরপর কী হলো, সে ঘটনা দেখা গেছে এক ভিডিওতে। তাতে দেখা যায় রাজকীয় গার্ড সদস্য সেই মহিলাকে ধাক্কা দিয়ে অনেকটাই দূরে সরিয়ে দেন। এ সময় তিনি বলে উঠেন, ‘রানির গার্ডদের পথ দিন।’
ব্রিটেনের এ রাজকীয় গার্ড বাহিনী প্রায় সাড়ে তিনশ বছর ধরে রাজপ্রাসাদ পাহারা দেয়। তাদের কাজে কেউ বাধা দিলে বলপ্রয়োগ ও গ্রেপ্তার করার নির্দেশও রয়েছে। তবে ঐতিহ্যবাহী পোশাক ও রোবটের মতো আচরণের কারণে তাদের দেখতে বহু পর্যটকই ভিড় করে।
ঘটনার শিকার সেই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে ভিডিওতে তাকে চীনা বংশোদ্ভূত বলেই মনে হয়েছে। তার কোনো আঘাত লাগেনি বলেও জানিয়েছে ডেইলি মেইল।