প্রত্যেক দিন ২৫ হাজার করোনা-পরীক্ষার লক্ষমাত্রা নিলো ব্রিটেন
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের মোকাবেলায় বিপুল পরিমানে করোনা-টেস্টের সিদ্ধান্ত নিলো ব্রিটেন। দ্রুত দেশের জনগণকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে প্রত্যেক দিন অন্তত ২৫ হাজার মানুষের করোনা পরীক্ষারব্যবস্থা করবে তারা।
বর্তমানে ব্রিটেন একদিনে করোনা পরীক্ষা করতে পারে ১২,৭৫০ জন মানুষের। আগামী মাস থেকে এই সংখ্যাটি প্রায় ডাবল করার লক্ষমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেদেশের হোম মিনিস্টার রবার্ট জেনরিক। প্রসঙ্গত, ইংল্যান্ডে মঙ্গলবার ৩৯৩ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এটাই এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। সেদেশে করোনায় মৃত্যু হয়েছে ১,৭৮৯ জনের। আক্রান্ত ২৫,১৫০ জন।