নীরব মোদিকে গ্রেফতারের জন্য নথি চেয়েছিলো ব্রিটেন, উৎসাহ দেখায়নি ভারত !
কলকাতা টাইমসঃ
নীরব মোদীকে গ্রেফতারের জন্য ভারতের কাছে নথি চেয়েও পায়নি ব্রিটেন! জানা গেছে, ইংল্যান্ডের একটি আইনি প্রতিষ্ঠানও নীরব মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারতকে সাহায্য করতে চেয়েছিল। কিন্তু, তার কোনো জবাবই দেয়নি ভারত।
এসএফও ভারতকে গত মার্চ মাসেই জানিয়ে দিয়েছিল, নীরব ব্রিটেনে রয়েছেন। শুধু অবস্থান সম্পর্কে জানানোই নয়, সিরিয়াস ফ্রড অফিসের পক্ষ থেকে এই মামলায় ভারতকে সাহায্যের জন্য বিখ্যাত আইনজীবী ব্যারি স্ট্যানকোম্বেকে দায়িত্ব দেওয়া হয়েছিল। স্ট্যানকোম্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও চেয়েছিলেন।