চীনকে শক্তি প্রদর্শন ব্রিটেনের ! প্রশান্ত মহাসাগরে পাঠানো হবে যুদ্ধ জাহাজ
কলকাতা টাইমসঃ
প্রশান্ত মহাসাগরে চীনের প্রভাব দিন দিন বেড়েই চলেছে, যার পরিপ্রেক্ষিতে বেজিংকে শক্তি প্রদর্শনের জন্য বিশাল এক যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ব্রিটেন। জানা গেছে, বিশাল আকারের এইচএমএস কুইন এলিজাবেথ যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগরে পাঠানোর জন্য অস্ট্রেলিয়ার সাথে ইতিমধ্যেই আলোচনা শুরু করছে ব্রিটেন। এখন থেকে অস্ট্রেলিয়ান সেনার পাশাপাশি ওই এলাকায় ব্রিটিশ যুদ্ধজাহাজও মোতায়েন থাকবে বলে খবর।
এই ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী মেরিস পায়ানে ও পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন এবং এডিনবার্গ ও স্কটল্যাণ্ডের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টের সাথে আলোচনা করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে উলিয়ামসন বলেন, আমরা আশা করছি প্রশান্ত মহাসাগরে এইচএমএস কুইন এলিজাবেথ মোতায়েন করব এবং একসাথে কাজ করব। তবে এই পরিকল্পনা এখনই বাস্তবায়ন করা হচ্ছে না, ২০২০ সাল নাগাদ জাহাজটি মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে।