রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করায় দল থেকে বহিস্কার করা হল বিএসপি নেতাকে
কলকাতা টাইমসঃ
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বিএসপির এক নেতাকে বহিষ্কার করলো তার দল। মঙ্গলবার বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতীর নির্দেশে অভিযুক্ত নেতাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় দলের তরফে।
জয় প্রকাশ সিং নামের ওই নেতা বলেছিলেন, একটি ছেলে, মা কিংবা বাবার মতো দেখতে হবে। যদি রাহুল গান্ধী বাবার মতো দেখতে হতো তাহলে সে ভারতের রাজনীতিতে সফলতা পেত। কিন্তু সে তার মায়ের (সোনিয়া গান্ধী) মতো দেখতে হয়েছে, যে একজন বিদেশী। তার শরীদের বিদেশী রক্ত বইছে। আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে রাহুল কখনই রাজনীতিতে সফলতার মুখ দেখবে না।
রাহুল কখনো ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না বলেও দাবি করেন জয় প্রকাশ সিং। ওই মন্তব্য করার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে দল থেকে বহিস্কার করা হয়। মঙ্গলবার দলটির প্রধান মায়াবতী বলেন, ‘জয় প্রকাশ সিং প্রতিপক্ষ দলের নেতাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এটা আমাদের আদর্শের সঙ্গে যায় না। তাই তাকে বহিষ্কার করা হল।’