November 14, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

বুদ্ধ উবাচ ২

[kodex_post_like_buttons]

।। রজত পাল।।

‘ ন হি বেরেন বেরানি সম্মন্তীধ কুদাচনং 

অবেরেন চ সম্মন্তি এস ধম্মো সনন্তন ।।

– ধম্মপদ ।। সূত্র পিটক ।।

‘ন হি বৈরেন বৈরানি শাম্যন্তীহ কদাচন 

অবৈরেন চ শাম্যন্তি এ ধর্ম সনাতনঃ ।।
– সংস্কৃত
— বৈরিতার( শত্রুতা ) দ্বারা বৈরিতাকে জয় করা যায় না । বৈরিতা অশান্ত করে । সাম্য আনে অবৈরিতা । শান্ত করে । এটাই সনাতন ধর্ম ।।

বুদ্ধ দর্শন, আসলে ভারতীয় দর্শন।
সাংখ্য, যোগ সহ নানা দর্শনের প্রভাব তাঁর দর্শনে।
আম্বেদকর বৌদ্ধ হলেও, গান্ধীর অহিংসা নীতি (তা সে যত বিতর্কিতই হোক) আসলে এই দর্শনের দ্বারা প্রভাবিত।

প্রয়োগে পার্থক্য বা ভুল হতে পারে তবে দর্শনে ভুল নেই ।।

 

Related Posts

Leave a Reply