January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কর্নাটকে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ২৫ !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

র্নাটকে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস লেকের জলে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। শনিবার দুপুরের দিকে মন্ধ্যা জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগায়।

জানা গেছে, বেসরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্দাভাপুরা এলাকার ভিসি লেকে পড়ে যাওয়ার পরই তা জলের নিচে তলিয়ে যায়। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলো তা এখনও স্পষ্ট নয়। কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাসের ভেতরে থাকা সকলেই নিহত হয়েছে। তবে বাসটি লেকে পড়ার ঠিক আগের মুহুর্তে জলে ঝাঁপ দেওয়ায় এক শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই প্রকৃত তথ্য জানা যেতে পারে বলে পুলিশের ধারণা। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত হন জেলার পুলিশ সুপার ও প্রশাসনের কর্তারা। ক্রেনের সাহায্যে জল থেকে বাসটিকে তোলার চেষ্টা চলছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য এমআইএমএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মন্ধ্যা জেলা পুলিশের এক কর্তা জানান, প্রাথমিকভাবে দুর্ঘটনার পেছনে চালকের গাফিলতির প্রমাণ মিলেছে। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী জি.পরমেশ্বরা জানান, দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। আমার বিশ্বাস বাসটির চালকের কোনো গাফিলতি ছিল, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে মুখ্যমন্ত্রী এইচ.ডি.কুমারস্বামী সরকারি কাজ বাতিল করে ঘটনাস্থলে পৌঁছন। নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি।

 

Related Posts

Leave a Reply