বুশের ব্যক্তিগত চিকিৎসককে গুলি করে খুন করলো দুষ্কৃতীরা !

কলকাতা টাইমসঃ
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে প্রাক্তন প্রেসিডেন্ট সিনিয়র বুশের চিকিৎসককে গুলি করে খুন করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মার্ক হসকনেস্ট সিনিয়র বুশের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।
শুক্রবার সকালে হিউস্টনে টেক্সাস মেডিক্যাল সেন্টারের কাছে বাইক চালিয়ে যাচ্ছিলেন ৬৫ বছর বয়সী মার্ক হসকনেস্ট। সেই সময় উল্টোদিক থেকে আসা ওপর একটি বাইক থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। হিউস্টনের পুলিশ কর্তা ট্রয় ফিনার এক সাংবাদিক সম্মেলনে জানান, স্থানীয় সময় সকাল ৯ টা নাগাদ ঘটনাটি ঘটে। হামলাকারী তাকে লক্ষ করে দুটি গুলি করে পালিয়ে যায়। হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।