January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কিনে একবারও দেখলেন না লেখা, পরিণতি জীবন নিয়েই টানাটানি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ল কিনতে আসা যুবক যেমন তাড়াহুড়োতে ছিলেন ঠিক তেমনি ব্যস্ত ছিলেন দোকানীও। তাই যুবকের হাতে জলের বদলে তুলে দেন অ্যাসিডের বোতল। জল পাওয়া মাত্র তা খেতে শুরু করেন যুবক। বোতলের গায়ে কী লেখা পড়ে দেখার সময়ও হয়নি। জলটি খাওয়ার পর তীব্র জ্বালা অনুভব করার পরেই তিনি বুঝতে পারেন, জল নয়, অ্যাসিড খেয়েছেন।

৩০ বছরের ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিডে যুবকের শরীরের অভ্যন্তরীণ ক্ষত তৈরি হয়েছে। তাঁর অবস্থা সংকটজনক। গ্রেফতার করা হয়েছে আটান্ন বছর বয়সি ওই দোকানিকে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মন্দাওয়ালি অঞ্চলে।

পুলিশ সূত্রে খবর, সংকটাপন্ন যুবক বিনয়ের বাড়ি পশ্চিম বিনোদ নগরে। সোমবার রাতে স্থানীয় একটি দোকানে জল কিনতে গিয়েছিলেন বিনয়। দোকানদার অসাবধানতাবসত তাকে অ্যাসিডের বোতল দিয়ে দেন। বোতল দু’টি একই রকম দেখতে হওয়ায়, ওই যুবকও খেয়াল করেননি। বাড়িতে গিয়ে জল ভেবে সেই অ্যাসিড গলায় ঢালার পরেই অস্বস্তি বোধ করতে থাকেন। তাকে লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related Posts

Leave a Reply