অনলাইনে ঘড়ির বদলে মিললো পেঁয়াজ !
কলকাতা টাইমসঃ
অনলাইনে ঘড়ি কিনে মিললো পেঁয়াজ! এমনই আজব ঘটনা ঘটলো বাংলাদেশের বিক্রমপুরে। পিয়াস সরকার নামে এক যুবক ‘স্মার্ট শপ ঢাকা; নামে একটি অনলাইন মার্কেটিং শপ থেকে একটি ঘড়ি অর্ডার করে প্রতারিত হন। এরপরই থানায় অভিযোগ জানায় সে।
তার অভিযোগ, সোমবার (১ এপ্রিল) স্মার্ট শপ ঢাকা নামক একটি অনলাইন পেজ থেকে পিয়াস একটি ঘড়ি অর্ডার করেন। দাম ১৮০০ টাকা। ৬০ টাকা ডেলিভারি চার্জও দিতে হয়। মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় ১৮৬০ টাকা দিয়ে ঘড়ির প্যাকেটটি গ্রহণ করে। কিন্তু প্যাকেট খুলে পাওয়া গেলো দুটি পেঁয়াজ।