মুসলিম বিশ্বের একের পর এক দেশে ফরাসি পণ্য বয়কটের ডাক
কলকাতা টাইমসঃ
মুসলিম বিশ্বের একের পর এক দেশে ফরাসি পণ্য বয়কটের ডাক। ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর মন্তব্যের জেরে ফরাসি দ্রব্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছেন বিভিন্ন দেশের ব্যবসায়ী সংগঠনগুলি। লিবিয়া, সিরিয়া এবং গাজা জুড়ে ফরাসি প্রেসিডেন্টরের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন সেখানকার মানুষ। সৌদি আরব এবং কুয়েতে ইতিমধ্যেই ফরাসি প্রসাধনী দোকান থেকে সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। একই রকম বয়কটের ডাক দিয়েছে আরও বেশকিছু আরব কান্ট্রির ব্যবসায়ীরা।
হযরত মহম্মদকে নিয়ে ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে সম্প্রতি নিজের ছাত্রের হাতেই খুন হতে হয় প্যারিসের প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটিকে। শিক্ষককে সমর্থন করে ইসলামকে জঙ্গিবাদের সঙ্গে তুলনা করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই মন্তব্যের তীব্র সমালোচনা করেন।