চুরি যাওয়া হেরোইন খুঁজে দিতে পুলিশকেই ফোন, তারপর …
কলকাতা টাইমস :
গোটা আমেরিকায় সবচেয়ে পরিচিত ও জরুরি নম্বরটি হলো ৯১১। ছোট থেকে বড় সবাই কোনো ঝামেলায় পড়লেই এ নম্বরে ফোন করেন । বাড়িতে আগুন লাগা থেকে শুরু করে সন্ত্রসী হামলা বা যেকোনো সমস্যায় পুলিশের কথাই আগে ভাবে মানুষ। কিন্তু ওহিও’র এই মানুষটিকে পাগল না বলে কি আর উপায় আছে? ৯১১ নম্বরে ফোন করে তিনি পুলিশকে বললেন তার চুরি যাওয়া হেরোইন খুঁজে দিতে।
এক সংবাদমাধ্যম জানায়, অ্যাক্রনের কাছে বাথ টাউনশিপে বাস করত ২০ বছর বয়সী ওই তরুণ। ৯১১-তে কল দিয়ে তিনি পুলিশ আর পুলিশের কুকুরের সহায়তা চান। কেন জিজ্ঞাসা করা হলে বলেন, একটা মেয়ে আমার হেরোইন চুরি করে নিয়েছে। ওটা খুঁজে দিতে হবে।
এখন কী হবে? উল্টো নেশাদ্রব্য রাখার দায়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই তরুণের প্যান্টে বাদামী রংয়ের হেরোইনের ছিটেফোঁটা খুঁজে পাওয়া যায়।