November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

বিদেশ থেকে যেসব জিনিস আনতে লাগবে না কোনো শুল্ক 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিদেশ থেকে যেকোনও জিনিসপত্র আনা হলে শুল্ক আদায় করে থাকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে বাণিজ্যিক উদ্দেশ্য ছাড়া নিজে ব্যবহারের জন্য আনা হলে ব্যাগেজে রুলসের আওতায় কিছু কিছু পণ্য শুল্ক ছাড়াই আনার সুযোগ বেশ কিছু দেশে । ব্যাগেজ রুলসে সব ধরনের শুল্ক ও কর পরিশোধ ছাড়া যেসব পণ্য আনা যাবে তা তুলে ধরা হলো।
সোনা-রুপা
১০০ গ্রাম ওজনের সোনার ও ২০০ গ্রাম ওজনের রুপোর গয়না। ২৩৪ গ্রাম (২০ তোলা) ওজনের স্বর্ণের বার অথবা ২৩৪ গ্রাম (২০ তোলা) ওজনের রৌপ্যবার।
প্রযুক্তি পণ্য

ডেস্কটপ/ল্যাপটপ কম্পিউটার (একটি ইউপিএসসহ), কম্পিউটার স্ক্যানার, কম্পিউটার প্রিন্টার ও ফ্যাক্স মেশিন, ১৯ ইঞ্চি পর্যন্ত এলসিডি কম্পিউটার মনিটর।

ইলেকট্রনিক্স জিনিসপত্র
দুটি মোবাইল ফোন সেট; ২১ ইঞ্চি পর্যন্ত প্লাজমা, এলসিডি, এলইডি, টিএফটি প্রযুক্তির টেলিভিশন ও ২৯ ইঞ্চি পর্যন্ত সাদাকালো/রঙিন টেলিভিশন; ভিসিআর/ভিসিপি, সিডি ও দুটি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) (সিডি/ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি সেট), চারটি স্পিকারসহ কম্পোনেন্ট (মিউজিক সেন্টার) সিডি/ভিসিডি/ডিভিডি/এলডি/এমডি/ব্লু-রে ডিস্ক প্লেয়ার, বহনযোগ্য অডিও সিডি প্লেয়ার, ডিজিটাল ক্যামেরা, সাধারণ/পুশবাটন/কর্ডলেস টেলিফোন সেট।

ঘর-গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য
সেলাই মেশিন, ইলেকট্রিক ওভেন/মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার/প্রেসার কুকার/গ্যাস ওভেন (বার্নারসহ), টোস্টার/স্যান্ডউইচ মেকার/ব্লেন্ডার/ফুড প্রসেসর/জুসার/কফি মেকার, টাইপরাইটার, টেবিল/প্যাডেস্টাল ফ্যান/সিলিং ফ্যান, স্পোর্টস সরঞ্জাম।

অন্যান্য
ব্যাগেজের অতিরিক্ত অনুর্ধ্ব ৩৫ কেজি ওজনের বস্ত্র, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, বই, সাময়িকী ও পড়াশোনার সামগ্রী। আকাশপথ, জলপথ বা স্থলপথে আসা অসুস্থ, পঙ্গু ও বৃদ্ধ যাত্রীর ব্যবহার্য চিকিৎসা যন্ত্রপাতি ও হুইলচেয়ার আনা যাবে। যাত্রীবাহী বাসের চালক ও হেলপার বা অ্যাসিস্ট্যান্ট বস্ত্র, বিছানা ও রন্ধনকৃত খাদ্যসামগ্রী ও সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার মূল্যের ব্যক্তিগত ও গৃহস্থালি পণ্য আনতে পারবেন।

Related Posts

Leave a Reply