লক্ষ্ব বার চেষ্টা করলেও আমার বিচার করা যাবে না-রদ্রিগো দুতের্তে !
নিউজ ডেস্কঃ
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) লাখ বছরেও তাকে অভিযুক্ত করার আইনি ক্ষমতা পাবে না।প্রসঙ্গত, দুতের্তের মাদকবিরোধী অভিযানে গত ১৯ মাসে কয়েক হাজার মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীকে হত্যা করেছে পুলিশ। একে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে সম্প্রতি ফিলিপাইনের কয়েকজন আইনজীবী আইসিসিতে অভিযোগ করেছেন।
এই ব্যাপারে দুতের্তে বলেছেন, ‘আপনারা লাখ বছরেও আমার ওপর আইনি যুদ্ধের এক্তিয়ার অর্জন করতে পারবেন না। এটাই সত্য।’ তিনি আরও বলেন, ‘বিশ্বাস করুন। তারা কোনোভাবেই আমার বিরুদ্ধে বিচারিক ক্ষমতা অর্জন করতে পারবে না।’ এর আগে গত মাসেই আইসিসি জানিয়েছে, দুতের্তের এই নির্দেশ মানবতাবিরোধী অপরাধ কিনা এবং তার বিরুদ্ধে আদালতের মামলা চালানোর আইনি এক্তিয়ার রয়েছে কিনা সে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।