November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

গুনেও শেষ করতে পারবেন না অসামান্য কালোজিরের গুন

[kodex_post_like_buttons]

 

কালোজিরের নাম নিতেই ভাবছেন তো রান্নায় ব্যাবহৃত সামান্য এক মশলা এ আর কি ? উঁ হুঁ… সামান্য ভেবে মস্ত ভুল করলেন কিন্তু। যখন জানবেন কালজিরের নানা গুনের কথা চমকে উঠবেন। এটি একদিকে যেমন পেটের জন্য ভালো। আছে আরও নানা গুণ। মসলা বা উপকারী ঔষধির কথা উঠলেই কালো কালো এই মিহি দানার নামটা আসে। কালোজিরে সবচেয়ে বেশি কাজে লাগে ওজন কমাতে। যাঁরা সঠিক নিয়মে নিয়মিতকালোজিরে খান, তাঁরা দ্রুত ওজন কমিয়ে ফেলতে পারেন। এছাড়াও আঁচে আরো ১২টি  গুণ:

১. স্মৃতিশক্তি উন্নত করে ও মনোযোগ ধরে রাখে। যাঁরা অস্থিরতায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা দারুণ উপকারী।

২. রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করে। যাঁরা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য কালিজিরা খুব কার্যকর।

৩. রক্তে বাজে কোলেস্টেরলের পরিমাণ কমায় এবং উচ্চ রক্তচাপ থেকে মুক্তি দেয়।

৪. হৃদ্‌যন্ত্র ভালো রাখে।

৫. গেঁটে বাত বা অস্থিসন্ধির ব্যথা দূর করতে কার্যকর কালিজিরা।

৬. যাঁরা মাথাব্যথায় ভোগেন, তাঁদের জন্য কালিজিরা উপকারী।

৭. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৮. ব্রণ দূর করে।

৯. চুল পড়া রোধে দারুণ কার্যকর।

১০. দাঁত শক্ত করে।

১১. যাঁরা অ্যাজমা বা হাঁপানির সমস্যায় ভোগেন, তাঁদের জন্যও উপকারী।

১২. পাইলস, কোষ্ঠকাঠিন্য, যকৃতের সমস্যায় বা জন্ডিস থেকে দ্রুত সেরে উঠতে কালিজিরা কাজে লাগে।

খাবেন কীভাবে  ওজন কমাতে কীভাবে খাবেন, জেনে নিন। কয়েকটি কালিজিরার দানা নিয়মিত খেলে মেদ ঝরতে শুরু করবে। কালিজিরায় আছে বিশেষ ধরনের ফাইবার বা আঁশ, যা অতিরিক্ত খাওয়া নিয়ন্ত্রণে রাখে। খাবারের মধ্যে একটু কালিজিরা মিশিয়ে নিলে স্বাদ যেমন বাড়ে, তেমনি পুষ্টিগুণও বেড়ে যায়।

১. জল, লেবু ও মধুর সঙ্গে: হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে তা আগে খেয়ে ফেলুন এবার হালকা গরম পানির সঙ্গে কয়েকটি কালিজিরার বীজ খেয়ে ফেলুন শেষে এক চামচ মধু খান কালিজিরা খাওয়ার আরেকটি পদ্ধতি হচ্ছে হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে তাতে কালিজিরার গুঁড়া যোগ করা তিনচারটি দানা গুঁড়ো করে লেবুপানিতে যুক্ত করতে হবে কারণবেশি কালিজিরা যুক্ত করলে হজমে গোলমাল হতে পারে এরপর ওই জলের মধ্যে এক চামচ মধু মিশিয়ে খেতে পারেন এতে মেদ কমবে পেশি সুগঠিত হবে

২: লেবু ও কালিজিরা: কিছু কালিজিরা একটি বাটিতে রেখে তার ওপর লেবুর রস চিপে দিন কালিজিরা ভিজে গেলে তা রোদে শুকিয়ে নিন আবার দিনে দুবার ১০টি করে কালিজিরার দানা খান পেটের চর্বি কমতে শুরু করবে

৩. সবজিতে: যখনই কোনো সবজি গ্রিল করবেনচাটনি বা সালাদ বানাবেনতখন পুষ্টিগুণের কথা মাথায় রেখে কয়েক দানা কালিজিরা যুক্ত করুন প্রাকৃতিক উপায়ে ওজন কমানোর নিরাপদ পদ্ধতি এটি। 

সতর্কতা: কখনোই বেশি পরিমাণ কালিজিরা একবারে খাবেন না। এতে পিত্ত সমস্যা হতে পারে। সন্তানসম্ভবা নারীদের ক্ষেত্রেও কালিজিরা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ, কালিজিরা শরীর অতিরিক্ত গরম কর।

Related Posts

Leave a Reply