January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

শর্ত লাগিয়ে নিন এই দুজনের সম্পর্ক বলতে পারবেন না 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস ;

কঝকে টানটান ত্বক, ছিপছিপে শরীর। গ্ল্যামার যেন চুঁইয়ে পড়ছে। দেখে মনে হবে বয়স মেরেকেটে ২২-২৩ বছর। কিন্তু বাস্তবটা এর থেকে অনেকটাই আলাদা। এখনও জীবনশক্তিতে ভরপুর এই ‘প্রৌঢ়া’কে দেখে সত্যিই বোঝার উপায় নেই তাঁর আসল বয়স। এমনকি না বলে দিলে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারবে না, ৫০ বছরের এই মহিলার ২২ বছরের একটি ছেলেও রয়েছে! ১৯৬৮ তে চীনের হেনান প্রদেশের জিনইয়াঙ্গে জন্ম লিউ ইয়েলিন এর। ছোট থেকেই ফিটনেস নিয়ে সচেতন লিউ। সেই মতোই ইয়োগা থেকে সুইমিং, সুস্থ থাকতে দিনের বেশির ভাগ সময়টাই শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকেন। আর নিয়মিত শরীরচর্চাই তাঁর সৌন্দর্যর রহস্য বলে মনে করেন লিউ।
২২ বছরের ছেলেও রয়েছে তাঁর। একটি ফিল্ম প্রোডাকশন কম্পানিতে কাজ করে সে। কিন্তু ছেলের সঙ্গে বেরোলে সকলেই ছেলেকে তাঁর বয়ফ্রেন্ড বলে ভুল করেন। নিজেকে এখনও ১৭ বছরের কিশোরী বলেই মনে করি- বললেন ৫০ বছরের লিউ ইয়েলিন। অবসর সময়ে সাঁতার কাটতে ভালোবাসেন। গত বছর মাত্র চার ঘণ্টায় স্ট্রেট অব মলাক্কা পাড়ি দিয়েছিলেন তিনি। শরীরচর্চার পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও যুক্ত লিউ। নিয়মিত রক্ত দান করেন। লিউ’র মতে নো-মেকআপ লুকটাই তাঁর ইউএসপি।

সোশাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ লিউ। তাঁর ফ্যানের সংখ্যাও নেহাত কম নয়। ইনস্টাগ্রামে ৭৫ হাজারেরও বেশি তাঁর ফলোয়ার। লিউ’র ইচ্ছা বিশ্বভ্রমণে বেরবেন তিনি। পাশাপাশি আরও একটি ইচ্ছা রয়েছে তাঁর। ৮০ বছরেও এমনই সুন্দর থাকতে চান লিউ ইয়েলিন। ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন লিউ। আশ্চর্যের বিষয় দুজনকে একই বয়েসের বন্ধু ভেবেছেন যারাই ছবিটা দেখেছেন, কেউ বলতে পারেননি আসলে দুজনে মা-ছেলে।

Related Posts

Leave a Reply