বলতে পারেন, বাঁ হাতে লেখা যায় না কোন ভাষাটি?
কলকাতা টাইমস :
আপনি অবশ্য আপনার মাতৃভাষা বাংলাকে অনেক বেশি ভালোবাসেন। সেটাই তো হওয়া উচিত। কারণ অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মায়ের ভাষা বলে কথা। তবে আপনি নিশ্চয়ই অন্য কিছু ভাষাও কম বেশি বোঝেন বা জানেন। তাহলে জেনে নিন, ভাষা সংক্রান্ত একটা মজার তথ্য। খবরটি শোনার পর আপনার অনেক বেশি ভালো লাগবে। তাহল বিশ্বের সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় কথা বলেন, সেই ভাষাটি হল, মান্দারিন ভাষা। কিন্তু জানেন কি যে, বাঁ হাতি লোকেরা এই ভাষাটি লিখতেই পারে না! কারণ, মান্দারিন ভাষা শুধু ডান হাত দিয়েই লেখা যায়। এবার বুঝুন তাহলে বাঁহাতির লােকদের কি অবস্থা? আমি, আপনি যদি ওদেশে গিয়ে পড়ি, তাহলেই কেমন বিপদে পড়তে হবে?