‘খলিস্তানি’ নামে এমন ঝাল, যে বাণিজ্য উদ্যোগই বাতিল করল কানাডা
কলকাতা টাইমস :
কানাডা যে খালিস্তানি প্রসঙ্গ ভালোভাবে নেয়নি তার আভাস পাওয়া গিয়েছিল দিল্লিতে জি-২০ সম্মেলন চলাকালেই। কানাডায় ক্রমবর্ধমান ভারত বিরোধী খলিস্তানি তৎপরতা নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যদিও সেই সময় সাংবাদিক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী খলিস্তানিদের ভারত বিরোধী কার্যকলাপকে বাক্ স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকার বলে ব্যাখ্যা করেছিলেন। ভারতের বিশেষ মন্ত্রক অবশ্য এই ব্যাখ্যা না মেনে নিয়ে কড়া প্রতিক্রিয়া দেয় জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর। বিদেশ মন্ত্রকের বক্তব্য, খলিস্তানিদের সম্পর্কে কানাডার প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের সম্পর্কে পাকিস্তানের অবস্থানের কোনও ফারাক নেই।
আর তার প্রতিক্রিয়াতেই শনিবার কানাডার ট্রুডো প্রশাসন ভারতের সঙ্গে ট্রেড মিশন বা বাণিজ্য অভিযান বাতিল করল । দু দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষে আগামী মাসে কানাডার প্রতিনিধিদলের দিল্লি আসার কথা ছিল। দু-দেশের অফিসার পর্যায়ের আলোচনা শেষ। অক্টোবরে দিল্লিতে চুক্তি সুই হওয়ার কথা। তার আগে শনিবার কানাডার বাণিজ্যমন্ত্রী একতরফা ঘোষণা করেন, তারা ট্রেড মিশন পাঠাচ্ছে না।
জি-২০’র আলোচনার ফাঁকে আলাদা করে বৈঠক হয়েছিল মোদি ও ট্রুডোর । সেই বৈঠকেই কানাডায় ভারতীয় দূতাবাসে হামলা, ইন্দিরা গান্ধির শিখ দেহরক্ষীর হাতে নিহত হওয়ার ঘটনার পুননির্মাণ করে উল্লাস করার মতো বেশ কিছু অপ্রীতিকর ঘটনা নিয়ে আলোচনা হয়। সঙ্গে ভারতীয় দূতাবাস কর্মী এবং খলিস্তানের বিরোধিতাকারীদের উপর হামলাও চালিয়েছে বেশ কিছু শিখ জঙ্গি সংগঠন। এই সব ঘটনায় ভারত উদ্বিগ্ন। তাছাড়া ভারত সরকারের কাছে রিপোর্ট আছে কানাডা প্রশাসনের মদতেই খলিস্তানিদের একাংশ মাদক ব্যবসার মাধ্যমে অর্থ সংগ্রহ করছে। ট্রুডোকে এই সব বিষয়েও ভারতের উদ্বেগের কথা জানান প্রধানমন্ত্রী।