January 28, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

এটিএম স্লিপ ছুঁয়েছেন কি মারণ রোগ বাসা বাধলো বলে !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

টিএম প্রায় প্রত্যেকেই ব্যবহার করেন৷ টাকা তোলার পাশাপাশি এটিএমের স্লিপও সংগ্রহ করে রাখেন অনেকে৷ কিন্তু এই এটিএমের স্লিপ থেকেই নাকি ছড়াতে ক্যানসার৷

সম্প্রতি হোয়া এক গবষণা থেকে জানা গেছে এটিএম স্লিপ বা শপিং মলের বিল জাতীয় কাগজ থেকে শরীরে ক্যানসার দানা বাঁধতে পারে৷ এতে রয়েছে বিষাক্ত এক যৌগ বিসফেনল-এ যা প্রকৃতপক্ষে ক্ষতিকর৷

শুধু এটিএম বা শপিং মলের কাগজ নয়, ফ্যাক্সের কাগজ, প্যাকেটজাত খাবার, মাইক্রোওেনে ব্যবহৃত প্লাস্টিকের পাত্র সবেতেই এই বিষাক্ত যৌগের উপস্থিতি রয়েছে৷ এর ফলেই ক্যানসারসহ বন্ধ্যাত্ব, ওবেসিটি, হরমোন জনিত রোগের মতো একগুচ্ছ রোগ মানুষের শরীরে দেখা দিচ্ছে৷ এর কারণেই বিশ্বের বিভিন্ন দেখে বিসফেনল ব্যবহার কমিয়ে আনা হচ্ছে৷ এমনকি এই যৌগের ক্ষতিকর প্রভাব নিয়ে সারা বিশ্বে বিভিন্ন আলোচনা করা হচ্ছে৷

সম্প্রতি বেশকিছু গবেষণায় এর কারফিনোজেনিক প্রভাব প্রকাশ্যে এসেছে৷ আমেরিকা ও ইউরোপের মত দেশে বিসফেনল ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হচ্ছে৷ তবে তৃতীয় বিশ্বের দেশে এগুলি নিয়ে এখনও কোন পদক্ষেপ নেওয়া হয়নি৷

গবেষকেরা জানিয়েছে, এই রাসায়নিক যৌগটি ত্বকের আস্তরণ ভেদ করে শরীরে প্রবেশ করতে সক্ষম৷ শরীরে এই যৌগের পরিমাণ বেড়ে গেলেই ক্যানসার হতে পারে৷ গবেষকেরা জানান স্তন ও প্রোস্টেট ক্যানসারের ক্ষেত্রে এই যৌগটি অনুঘটক হিসেবে কাজ করে৷ যাদের দেহে এই যৌগের এক্সপোজার বেশি রয়েছে তাদের ক্ষেত্রে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়৷ গবেষকেরা জানিয়েছেন, একটি নির্দিষ্ট তাপমাত্রার পর এই যৌগ ভেঙে খাবারের সঙ্গে মিশে যায় ও খাবারের সঙ্গেই শরীরে প্রবেশ করে৷ নির্দিষ্ট মাত্রার বেশি পরিমাণে বিসফেনল শরীরে প্রবেশ করলে তা ক্যানসারের মত মারণ রোগ ছাড়াও বন্ধ্যাত্ব, ওবেসিটি ডেকে আনতে পারে৷ এমনকি গর্ভবতীদের শরীরে বিসফেনলের মাত্রা বেড়ে গেলে তা গর্ভজাত শিশুর উপরেও ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে৷

Related Posts

Leave a Reply