বাংলায় কথা বলা যাবে না কফি হাউজে !
কলকাতা টাইমসঃ
বাংলায় কথা বলা যাবে না কফি হাউজে! প্রবাদপ্রতিম বাঙালিদের ভিড়ে একসময় গমগম করতো, তেমন একটি জায়গায় এই ফতেয়া। মান্নাদের সেই গান “কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই”। এই গানে আজও কান পাতে বাঙালি। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক তরুণী। নাম ইন্দ্রানী চক্রবর্তী। তার দাবি, গত বুধবার বিকেলে তারা তিন বন্ধু গিয়েছিলেন কফি হাউসে। ওই তরুণী লিখেছেন, এক কর্মী তাকে বলেন সেখানে বাংলায় কথা বলা যাবে না, কথা বলতে হবে হিন্দিতে।
মোবাইল ফোনে চার্জ দেওয়া নিয়ে কফি হাউসের এক কর্মীর সঙ্গে তাদের বিবাদের শুরু। তিনি বলেন, আমরা আগেও বহুবার মোবাইলে চার্জ দিয়েছি, সমস্যা হয়নি। কিন্তু বুধবার আমাদের বলে দেওয়া হয়, চার্জ দেওয়া যাবে না। তখন মালিক নামে একজনের সঙ্গে কথা বলতে বলা হয়। কফি হাউস বর্তমানে সমবায় দ্বারা পরিচালিত হয়। ইন্দ্রানী সোশ্যাল সাইটে লিখেছেন, ওই ব্যক্তি বলেন, নিকলো রুম সে। ইস রুম মে বাংলা নেহি চলেগা। ওই তরুণীর পোস্ট ভাইরাল হওয়ার পর কফি হাউসের সামনে অবস্থান বিক্ষোভ করেন কয়েকজন। কফি হাউস পরিচালনা সমিতির সম্পাদক তপন পাহাড়ি উল্টে সেই তরুণীর বিরুদ্ধেই আমহার্ট স্ট্রিট থানায় অভিযোগ করা হয়েছে।