স্বপ্নেও খাওয়ার কথা ভাবা যাবে না এই এক কোটি ১০ লাখের খাবার
বর্তমান সময়ে আইফোন ৭ খুবই জনপ্রিয় সেলফোন। কিন্তু আপনি জানেন কি পৃথিবীতে রয়েছে এমন এক ধরনের খাবার যার দাম ২৪৭টি আইফোনের দামের সমান? অর্থাৎ এক লাখ ষাট হাজার চারশত মার্কিন ডলার। ভারতীয় টাকায় এর মূল্য প্রায় এক কোটি ১০ লাখ টাকার মতো।
আর এই খাবারটি হচ্ছে ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক। ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক রান্নার দুনিয়ায় হীরার মতোই মূল্যবান।
সাধারণ ইউরোপিয়ান হোয়াইট আলবা ছত্রাক এর দাম পাউন্ড প্রতি তিন হাজার ডলার কিন্তু ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক এখনো পর্যন্ত সর্বোচ্চ তিন লাখ ডলার এও বিক্রি হয়েছে। এটাকে ধরা হয় পৃথিবীর অন্যতম একটি দামি খাবার।
এটার ঘ্রাণ এবং স্বাদ আপনাকে পাগল করে দেবে। এক কথায় ইতালিয়ান হোয়াইট আলবা ছত্রাক তার ঘ্রাণ এবং স্বাদ এর জন্যই এতো বিখ্যাত। আলবা ছত্রাক খুব কমই উৎপন্ন হয়, আর হোয়াইট আলবা বছরের একটি সময়ের জন্যই হয় এবং শুধু ইতালির নির্দিষ্ট কিছু জায়গায় এটা পাওয়া যায়। তাই এটা এতো মূল্যবান।