January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

এ কার ছবি? দেখেই চমকে ওঠেন ‘ভূত শিকারি’রা

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
য়ারল্যান্ডের মুর হল ‘ভৌতিক’ কাণ্ডের জন্য কুখ্যাত। বাড়ির কাছেই একটি পার্ক আছে। দিনের বেলায় জমজমাট থাকে। কিন্তু অন্ধকার নামতেই বাড়ির আশপাশ দিয়ে চলাফেরা বন্ধ হয়ে যায় স্থানীয়দের। বিখ্যাত আইরিশ লেখক জর্জ মুরের বাড়ি ছিল এটি। শুধু তাই নয়, রিপাবলিক অব কন্যাক্ট-এর প্রেসিডেন্ট জন মুর এই বাড়িতে থাকতেন বলেও গলওয়ে বিও নামে এক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের দাবি, ওই বাড়ির কাছাকাছি গেলেই নাকি নানা রকম অদ্ভুত এবং ভৌতিক আওয়াজ শোনা যায়। তাঁদের দাবি, ওই বাড়িতে মুরের ‘আত্মা’ ঘুরে বেড়ায়। এই জনশ্রুতিতেই সন্ধ্যা বা রাতের বেলায় মুর হলের কাছাকাছি কেউ ঘেঁষেন না। বিষয়টি ঠিক কী তা ধরতেই সেখানে হাজির হয়েছিল এক দল ‘ভূত শিকারি’। তাঁদের দাবি, সেখানে রাত কাটান। হলের চারপাশের ছবি তোলেন। তখনই একটি ছবিতে ধরা পড়ে একটা অদ্ভুত ‘অবয়ব’। যেটি নাকি তাঁদের দিকে নজর রাখছিল অনবরত!
কিন্তু সেটা  আসলে জানতে না পারলেও সেই ‘অবয়ব’-এর খোঁজ চালিয়ে যাওয়া হবে জানিয়েছেন তাঁরা।

Related Posts

Leave a Reply