January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

গাড়ির নম্বর প্লেটেই ভাগ্য পাল্টানোর কারিশমা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস ; 

নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব সম্পর্কে এই মুহূর্তে সারা পৃথিবীরই আগ্রহ প্রবল। নিজের নামের অক্ষরসংখ্যা, বাড়ির ঠিকানার সংখ্যাগুলি থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পর্যন্ত ঘোরা ফেরা করে নিউমেরোলজির করিশ্মা। এমনকী আপনার গাড়ির নম্বরেও লুকিয়ে রয়েছে আপনার ভবিষ্যতের কথা, এমনটাই দাবি করে সংখ্যাতত্ত্ব। এই বিচারের যেমন কিচু সদর্.ক দিক রয়েচে, তেমনই রয়েছে খানিকটা নঞর্থক দিকও। সু অথবা কু— যে ইঙ্গিতই দিক না কেন গাড়ির নম্বর, তা জেনে রাখলে ক্ষতি তো নেই!

দেখা যাক, কী বলে গাড়ির নাম্বার প্লেট।
• ১ সংখ্যাটি সূর্যের প্রভাবাধীন। নম্বর প্লেটে সংখ্যাটি থাকলে গাড়ির মালিকের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্টো দিকে, এমন সংখ্যা মালিকের আত্মসর্বস্ব চরিত্রের কথাও বলে।

• ২ সংখ্যাটি চন্দ্রাচ্ছন্ন। এমন সংখ্যা যাঁর গাড়ির নম্বর প্লেটে থাকে, তিনি দূরযাত্রী। তাঁরা শান্ত প্রকৃতির মানুষ। কিন্তু সেই সঙ্গে তাঁরা বড় বেশি আবেগপ্রবণও।

• ৩ সংখ্যাটি বৃহস্পতির দ্বারা প্রভাবিত। এমন সংখ্যা গাড়ি-মালিকের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানায়। এঁরা মূলত আত্মগর্বী এবং অর্থ-সর্বস্ব হন।

• ৪-এর উপরে প্রভাব ফেলে রাহু। এমন ব্যক্তি অর্থবান হন। কিন্তু অর্থ-সংক্রান্ত সমস্যাও তাঁদের সারা জীবন তাড়া করে। জীবনে বার বার তাঁরা ভুল সিদ্ধান্ত নেন। সম্পর্কঘটিত ব্যাপারেও অনেক ঝড়-ঝাপটা সইতে হয় এঁদের।

• ৫-এর উপরে বুধের প্রভাব। এঁরা তীক্ষ্ণবুদ্ধি, ব্যাবসায় সফল। কিন্তু সেই সঙ্গে শিশুসুলভ আচরণ করে গোলমালও কম পাকান না।

• ৬ শুক্রের দ্বারা প্রভাবিত। সৃজনশীল, শিল্পী মনের অধিকারী। কিন্তু এঁরা খুব তাড়াতাড়ি নেশায় আসক্ত হয়ে পড়েন। নারীসঙ্গেও ঝামেলা এঁদের নিত্যসঙ্গী।

• ৭-এর অধিপতি কেতু। নম্বর প্লেটে এই সংখ্যা থাকলে তার মালিককে আধ্যাত্মিক বলে ধরে নিতে হবে। কিন্তু আধ্যাত্ম্যই এঁদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখে। গুনাগারও দিতে হয়।

• ৮ সংখ্যাটি শনির অধীন। এমন সংখ্যা-ওয়ালা গাড়ির মালিকের সহজাত নেতৃত্বদানের ক্ষমতা থাকে। উল্টো দিকে, এঁরা আর্থিক ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারেন না।

•  ৯-এর মালিকানা মঙ্গলের। এরা প্রখর বুদ্ধির অধিকারী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। জীবনে উন্নতিও করেন। কিন্তু এঁদের জীবনে দুর্ঘটনা-যোগ লেগেই থাকে।

• ০-সংখ্যাটিকে কোনও গ্রহই প্রভাবিত করে না। এই সংখ্যা যাঁদের গাড়িতে, তাঁদের জীবন ওঠা-নামায় পূর্ণ। তবে এঁরা প্রায়শই ভাগ্যবান হন। অভিষ্ট প্রাপ্তিতে এঁদের অসুবিধা হয় না। তবে এঁদের জীবনে দুর্ভাগ্যও আসে বিনা নোটিশে। হঠাৎই নিঃস্ব করে দিয়ে চলে যায়।

Related Posts

Leave a Reply