February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

সাবধান, নখে এই দাগ স্কিন ক্যান্সারের লক্ষণ!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ক্যান্সার একটি মরণব্যাধি। বিভিন্ন ধরনের ক্যান্সারে প্রতিনিয়ত বিশ্বব্যাপী মারা যাচ্ছে বহু সংখ্যক মানুষ। এই মরণব্যাধির যেমন বিভিন্ন প্রকার রয়েছে, তেমনি রয়েছে আলাদা লক্ষণও।

একদিন হয়তো হঠাৎ হাত বা পায়ের নখে লম্বাটে একটা দাগ দেখতে পেলেন। হয়তো ভাববেন, ভিটামিন বা ক্যালসিয়ামের অভাব, খাওয়া দাওয়া করলেই সেরে যাবে। কিন্তু না, নখের এই দাগটিও আসলে এক ধরনের স্কিন ক্যানসারের লক্ষণ।

সাধারণত স্কিন ক্যানসারের লক্ষণ বলতে আমরা বুঝি সেসব তিল যা পরিবর্তন হয় ও বড়-ছোট হতে দেখা যায়। শুধু তিল নয়, নখেও এর লক্ষণ দেখা দিতে পারে। জিন স্কিনার নামের এক ম্যানিকিওরিস্ট তার এক ক্লায়েন্টের নখে এমন দাগ দেখে তাকে দ্রুত ডাক্তার দেখাতে বলেন। দেখা যায়, তার আসলেই মেলানোমা আছে এবং তা লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে।সাবআনগুয়াল মেলানোমা বা নখের মেলানোমা এমন একটি ক্যানসার, যা নখের নিচে হয়। ০.৭ থেকে ৩.৫ শতাংশ মেলানোমায় এই উপসর্গটি দেখা যায়। দুর্লভ হলেও এই লক্ষণটির বিষয়ে জেনে রাখা ভালো। সাধারণত হাত বা পায়ের নখে লম্বা কালো বা বাদামি একটি দাগ দেখা যায় এই মেলানোমায়।

নখে শুধু কালো দাগ মানেই মেলানোমা, তা নয়। এর পাশাপাশি থাকতে পারে নখের আশেপাশে কালচে ত্বক, রক্ত, পুঁজ বা নখ ফেটে যাওয়া। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারলে আপনার জীবন বেঁচে যেতে পারে। তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তার দেখান। একদিনও দেরি করবেন না।

Related Posts

Leave a Reply