ফ্র্যাঞ্চাইজিগুলোকে ঠকানোর অভিযোগে পিসিবির বিরুদ্ধে মামলা
কলকাতা টাইমসঃ
পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোকে দীর্ঘদিন ধরে ঠকানোর অভিযোগে এবার আদালতের কাঠগড়ায় পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অবশেষে মামলা ঠুকে দিলেন পিএসএল -এর ৬টি ফ্র্যাঞ্চাইজি দল। অবিলম্বে পাক বোর্ডের তৈরী আর্থিক কাঠামো পরিবর্তনের দাবি জানিয়ে সেদেশের হাইকোর্টে মামলা দায়ের করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ফ্র্যাঞ্চাইজিদের বক্তব্য, পিএসএলের অদ্ভুত আর্থিক কাঠামোর ফলে লাভের সমস্ত গুড়টাই খেয়ে যাচ্ছে পিসিবি। অন্যদিকে লোকসানের বহর বাড়ছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে পিসিবির দৃষ্টি আকর্ষণ করেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাদের।