শেষে কিনা বিড়ালের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সর্বশক্তিমানরা
কলকাতা টাইমস :
কুকুরের পর বিড়াল। তাও আবার বিশ্বের ক্ষমতাধর দেশ আমেরিকার। এই দেশের প্রেসিডেন্ট পদপ্রার্থীদের তালিকা দেখলে হেঁসে লুটিয়ে পড়বেন। কুকুরের পর প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলি বিরাল ! যদিও গো হারান হেরেছে দুজনেই।
‘লিম্বার বিট ম্যাক কিউবান’ নামে ওই বিড়ালটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রার্থীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। বিড়ালটি মার্কিন ডেমোক্রিক পার্টির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেবে।
নির্বাচনের প্রয়োজনীয় সকল কাগজপত্রের কাজ সম্পন্ন করা হয়েছে। পোষা বিড়ালটিকে নির্বাচনের মাঠে নামিয়েছে তার মালিক এ্যামিলি (১৮)।
মার্কিন নির্বাচনে এ ধরণের প্রার্থীর অংশ নেওয়াটা এবারই প্রথম নয়। ২০০৮ সালের নির্বাচনে ‘মূলি’ নামে একটি কুকুরও বারাক ওবামার কাছে হেরে যায়।