পথ সুরক্ষায় কসিও-র ১১ কোটি
[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :
ভারতে প্রতিদিন লক্ষ লক্ষ পরিবার তাদের প্রিয়জনদের দিনের শেষে নিরাপদে বাড়ি ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। কিন্তু অনেকক্ষেত্রেই পথ দুর্ঘটনায় বহু মানুষ তাঁদের প্রাণ হারান। পথে চলতে থাকা মানুষ থেকে শুরু করে বাণিজ্যিক গাড়ি চালক, নিজেদের গাড়ি ব্যবহারকারী সকলের জীবনের মূল্য বুঝেই ‘কসিও’ ভারতের শীর্ষস্থানীয় ভিডিও টেলিমেটিক্স কোম্পানি পথে মানুষের দুর্ঘটনা কমাতে করতে, আর্থিক ক্ষতি রোধ করতে এবং সকলের নিরাপদে বাড়ি ফিরে আসা নিশ্চিত করার লক্ষ্যে একটি মিশন শুরু করেছে। সেই মিশনের অন্তর্গত কসিও রয়েছে।
কসিও এই ১১ কোটি তহবিল সংগ্রহে পিআইইডিএস এর বিটস পিলানি এবং কারস২৪-এর প্রতিষ্ঠাতা গজেন্দ্র জাঙ্গিদ এবং বিক্রম চোপড়ার মাধ্যমে তার পাশে পেয়েছে ৯ ইউনিকর্নস, ভেঞ্চার ক্যাটালিস্টস, অ্যান্টলার ইন্ডিয়া, ইনফাইনিট ক্লাব এর মোট কোম্পানিগুলিকে। কসিও এই উদ্যোগে সহযোগী হিসেবে পেয়েছে আইটি মন্ত্রণালয়কেও।
কসিও-এর প্রতিষ্ঠাতা প্রাঞ্জল নাধানী এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, এই অর্থ ভারতজুড়ে পথ সুরক্ষার প্রযুক্তি সম্প্রসারণ, এআই ক্ষমতা জোরদার করার খাতে ব্যবহার করা হবে। তিনি আরও জানিয়েছেনা, “দুর্ঘটনা পর প্রায়ই শোনা যায় সেই সব ভুক্তভোগীদের কান্না যাঁরা তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ফেলেন। যেসব শিশুরা তাদের বাবা-মায়ের জন্য অপেক্ষা করে যারা আর ফিরে আসে না। বেশিরভাগ ক্ষেত্রে পথ দুর্ঘনার পর চালকদের দোষারোপ করা হয়। এআই-চালিত ভিডিও টেলিমেটিক্সের মাধ্যমে, আমরা এই ধারণাটি পরিবর্তন করছি। আমরা ফ্লিট অপারেটর, ড্রাইভার এবং যাত্রীদের রাস্তায় নিরাপদ, আরও দায়িত্বশীল এবং আরও জবাবদিহি করার সুযোগ দিচ্ছি।
উন্নত ভিডিও টেলিমেটিক্স প্ল্যাটফর্মের সাহায্যে, কৌশিও 3 কোটি কিলোমিটারেরও বেশি নিরাপদ ভ্রমণ সক্ষম করেছে এবং 16 লক্ষেরও বেশি ভ্রমণ সুরক্ষিত করেছে
কেবল যাত্রী এবং পণ্যসম্ভারের নিরাপত্তার জন্য নয়, বরং রাস্তায় চালক এবং পথচারীদের জীবনের জন্যও। কৌশিওর মাধ্যমে, আমরা তাদের প্রতিটি যাত্রা কেবল সম্পন্নই নয় বরং নিরাপদে সম্পন্ন করতে সহায়তা করি,” যোগ করেন কৌশিওর কো- ফাউন্ডার এবং সিইও অঙ্কিত আচার্য।
কেবল যাত্রী এবং পণ্যসম্ভারের নিরাপত্তার জন্য নয়, বরং রাস্তায় চালক এবং পথচারীদের জীবনের জন্যও। কৌশিওর মাধ্যমে, আমরা তাদের প্রতিটি যাত্রা কেবল সম্পন্নই নয় বরং নিরাপদে সম্পন্ন করতে সহায়তা করি,” যোগ করেন কৌশিওর কো- ফাউন্ডার এবং সিইও অঙ্কিত আচার্য।