সাবধান : বছরে ৬ বারের অধিক চুল রং মানে ক্যান্সারকে আমন্ত্রণ
সাবধান : বছরে ৬ বারের অধিক চুল রং মানে ক্যান্সারকে আমন্ত্রণ
Caution: More than 6 times a year, hair color means cancer
কলকাতা টাইমস : মহিলাদের বছরে ৬ বারের অধিক চুল রং করা উচিত নয়। তাছাড়া ক্যান্সারের ঝুঁকি কমাতে তাদের প্রাকৃতিক উপাদানের ওপর জোর দেওয়া উচিত। একজন স্তন সার্জনের মারফৎ এ খবর জানিয়েছে ব্রিটেনের ডেইলি মেইল অনলাইন।
সেন্ট্রাল লন্ডনের রাজকুমারী গ্রেস হাসপাতালের অধ্যাপক কেফাহ মোকবেল জানান, গবেষণায় দেখা গেছে চুলে রং করা মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অন্যদের থেকে ১৪ শতাংশ বেশি।তিনি বলেন, এর পরিবর্তে মহিলাদের গোলাপী হিপ এবং বীটরুট মত উপাদানগুলি ব্যবহার করে সিনথেটিক রশ্মির ব্যবহার কমিয়ে আনা উচিত।
অধ্যাপক মোকবেলের গবেষণায় বলা হয়েছে, ‘যদিও আমাদের ফলাফল নিশ্চিত করার জন্য আরো কাজ প্রয়োজন, তবে আমাদের ফলাফলগুলি সুপারিশ করে যে চুলে রংয়ের ব্যবহার স্তন ক্যান্সার ঝুঁকিতে প্রভাব ফেলে।’
টুইটারে তিনি লিখেছেন, ‘প্রতি বছর মহিলাদের দুই থেকে ৬ বারের অধিক চুলে রং করা উচিত নয়। একই সঙ্গে ৪০ বছরের পর নিয়মিত ব্রেস্ট পরীক্ষা করারও পরামর্শ দেন তিনি।