সাবধান : যেকোন সময় বিস্ফোরণ ঘটাতে পারে বাড়ির এই ৮টি জিনিস
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
এই জিনিসগুলো আমাদের সকলের বাড়িতেই কমবেশি থাকে। নানা কাজে এগুলিকে ব্যবহার করা হয়। কিন্তু এই আপাত-নিরীহ জিনিসগুলিই কখনও কখনও হয়ে উঠতে পারে বিপজ্জনক, ঘটাতে পারে ছোটখাটো বিস্ফোরণ। কীভাবে? আসুন, জেনে নেই
১. ইলেকট্রিক বাল্ব:
জ্বলন্ত ইলেকট্রিক বাল্বের কাঁচে যদি কয়েক ফোঁটা পানি পড়ে তাহলে ফেটে যেতে পারে বাল্বটি। উত্তাপের ফলে কাঁচের প্রসারণ ঘটে, আর পানি তার উল্টো ঘটনাটি ঘটায়। ফলে সংকোচন আর প্রসারণের এই দ্বন্দ্বে ফেটে যায় ইলেকট্রিক বাল্বটি। কাজেই খেয়াল রাখুন, যাতে কোনও ভাবেই জ্বলন্ত বাল্বে পানি না লাগে।
২. ব্যবহৃত ব্যাটারি:
ব্যবহৃত ব্যাটারি সচরাচর ফেটে যায় না। কিন্তু কোনও কোনও সময় ব্যাটারিতেও বিস্ফোরণ ঘটতে পারে। কাজেই পুরনো ব্যাটারি ফেলে দেয়াই ভাল।
৩. ফ্রিজে রাখা জল ভর্তি কাঁচের বোতল:
কাঁচের বোতল যদি কানায় কানায় ভর্তি করে ছিপি এঁটে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে তা ফেটে যেতে পারে। কেন? ডিপ ফ্রিজে রাখা পানি বরফে পরিণত হয়, আর পানি বরফ হয়ে গেলে আয়তনে বেড়ে যায় তা তো জানাই।
৪. বেকিং সোডা:
শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি যে, বেকিং সোডা ভীষণভাবে দাহ্য। আগুনের সংস্পর্শে এলে জ্বলে গিয়ে ফেটে যেতে পারে বেকিং সোডার স্তূপ।
৫. সিল করা কন্টেনার:
সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতাসম্পন্ন অঞ্চলে হঠাৎ করে কোনও খাবার ভর্তি কন্টেইনারের ঢাকনা খোলা হলে একটি ছোটখাটো বিস্ফোরণ ঘটে যেতে পারে। কন্টেইনারের ভিতর যদি পাউডার জাতীয় জিনিস রাখা থাকে তাহলে বিস্ফোরণের সম্ভাবনা আরও বেশি।
৬. ওয়াটার গিজার:
পানি গরম করার গিজারে উষ্ণতা এবং পানির চাপ নিয়ন্ত্রণ করার ভালভ আর গিজারের ভিতরকার থার্মোস্ট্যাট যদি একসঙ্গে বিকল হয় তাহলে ওয়াটার গিজারও ফেটে যেতে পারে।
৭. বরফ:
যদি কাঁচের পাত্রে রাখা গরম তরলের মধ্যে আইস কিউব ফেলে দেওয়া হয় তাহলে ফেটে যেতে পারে সেই পাত্র।
৮. সোডা বা কোল্ড ড্রিংকের বোতল:
সোডা বা কোল্ড ড্রিংকের বোতল যদি ছিপি বন্ধ অবস্থায় খুব বেশি ঝাঁকানো হয়, কিংবা হাত থেকে পড়ে যায় তাহলে তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
১. ইলেকট্রিক বাল্ব:
জ্বলন্ত ইলেকট্রিক বাল্বের কাঁচে যদি কয়েক ফোঁটা পানি পড়ে তাহলে ফেটে যেতে পারে বাল্বটি। উত্তাপের ফলে কাঁচের প্রসারণ ঘটে, আর পানি তার উল্টো ঘটনাটি ঘটায়। ফলে সংকোচন আর প্রসারণের এই দ্বন্দ্বে ফেটে যায় ইলেকট্রিক বাল্বটি। কাজেই খেয়াল রাখুন, যাতে কোনও ভাবেই জ্বলন্ত বাল্বে পানি না লাগে।
২. ব্যবহৃত ব্যাটারি:
ব্যবহৃত ব্যাটারি সচরাচর ফেটে যায় না। কিন্তু কোনও কোনও সময় ব্যাটারিতেও বিস্ফোরণ ঘটতে পারে। কাজেই পুরনো ব্যাটারি ফেলে দেয়াই ভাল।
৩. ফ্রিজে রাখা জল ভর্তি কাঁচের বোতল:
কাঁচের বোতল যদি কানায় কানায় ভর্তি করে ছিপি এঁটে ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে তা ফেটে যেতে পারে। কেন? ডিপ ফ্রিজে রাখা পানি বরফে পরিণত হয়, আর পানি বরফ হয়ে গেলে আয়তনে বেড়ে যায় তা তো জানাই।
৪. বেকিং সোডা:
শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি যে, বেকিং সোডা ভীষণভাবে দাহ্য। আগুনের সংস্পর্শে এলে জ্বলে গিয়ে ফেটে যেতে পারে বেকিং সোডার স্তূপ।
৫. সিল করা কন্টেনার:
সমুদ্রপৃষ্ঠ থেকে বেশি উচ্চতাসম্পন্ন অঞ্চলে হঠাৎ করে কোনও খাবার ভর্তি কন্টেইনারের ঢাকনা খোলা হলে একটি ছোটখাটো বিস্ফোরণ ঘটে যেতে পারে। কন্টেইনারের ভিতর যদি পাউডার জাতীয় জিনিস রাখা থাকে তাহলে বিস্ফোরণের সম্ভাবনা আরও বেশি।
৬. ওয়াটার গিজার:
পানি গরম করার গিজারে উষ্ণতা এবং পানির চাপ নিয়ন্ত্রণ করার ভালভ আর গিজারের ভিতরকার থার্মোস্ট্যাট যদি একসঙ্গে বিকল হয় তাহলে ওয়াটার গিজারও ফেটে যেতে পারে।
৭. বরফ:
যদি কাঁচের পাত্রে রাখা গরম তরলের মধ্যে আইস কিউব ফেলে দেওয়া হয় তাহলে ফেটে যেতে পারে সেই পাত্র।
৮. সোডা বা কোল্ড ড্রিংকের বোতল:
সোডা বা কোল্ড ড্রিংকের বোতল যদি ছিপি বন্ধ অবস্থায় খুব বেশি ঝাঁকানো হয়, কিংবা হাত থেকে পড়ে যায় তাহলে তা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।