সিবিআইয়ের জালে চিটফান্ড মালিক – KolkataTimes
April 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সিবিআইয়ের জালে চিটফান্ড মালিক

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

রাজ্যে ফের গ্রেফতার এক চিটফান্ড কোম্পানির মালিক। শনিবার মধ্যগ্রাম থেকে ত্রিভুবন অ্যাগ্রোর চেয়ারম্যান রাজীব দাসকে গ্রেফতার করেছে সিবিআই । সেই সঙ্গে ওই চিটফান্ড সংস্থার আর‌ও দুই আধিকারিককে গ্রেফতার করা হয়েছে।

সারদা-রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির সময়‌ই খবরের শিরোনামে উঠে আসে ত্রিভুবন অ্যাগ্রো চিটফান্ড সংস্থার নাম। এরাও সাধারণ মানুষের কোটি কোটি টাকা প্রতারণা করে বলে অভিযোগ। সিবিআই সূত্রে খবর, সারদা-রোজভ্যালি সহ অন্যান্য চিটফান্ড সংস্থার মতোই ত্রিভুবন অ্যাগ্রো‌ও কম সময়ে মোটা টাকা ফেরতের স্বপ্ন দেখিয়ে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম, বারাসত সহ নানান জায়গায় অফিস খুলে বসে। এজেন্টদের দিয়ে কয়েক কোটি টাকা তোলে বাজার থেকে। কিন্তু টাকা ফেরতের সময় এলেই গা-ঢাকা দেন সংস্থার কর্তারা।

চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত শুরু হতেই গা-ঢাকা দেন সংস্থার মালিক রাজীব দাস। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে সিবিআই তাঁর মধ্যমগ্রামের বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে।

Related Posts

Leave a Reply