November 1, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

স্কুলে না গেলেই দশম-দ্বাদশ পরীক্ষা ভুলে যাও, নতুন নিয়মে আর কী বলল সিবিএসই

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

বার শ্রেণিকক্ষে ন্যূনতম উপস্থিতির হার ৭৫ শতাংশ না থাকলে দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতেই পারবে না পরীক্ষার্থীরা। দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম করল ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’ (সিবিএসই) কর্তৃপক্ষ।

সিবিএসই জানিয়েছে,  শ্রেণিকক্ষে ন্যূনতম উপস্থিতির হার ৭৫ শতাংশ যে নিয়ম করা হয়েছে তা ইতিমধ্যেই দেশের সমস্ত সিবিএসই পরিচালিত স্কুলগুলির অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতির হার ৭৫ শতাংশের কম থাকবে, তাদের ২০২৫ সালের আসন্ন দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

এই নির্দেশিকায় পরীক্ষা উপ-আইনের ১৩ এবং ১৪ নম্বর মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। তবে, বিশেষ কিছু ক্ষেত্রে এই নিয়ম শিথিল করা হতে পারে বলেও জানিয়েছে বোর্ড। যেমন কোনও পড়ুয়া যদি অসুস্থ থাকে, কিংবা জাতীয় ও আন্তর্জাতিক স্তরের কোনও ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে যায়, তাহলে ন্যূনতম ৭৫ শতাংশের উপস্থিতি বাধ্যবাধকতা বলে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে শ্রেণিকক্ষে উপস্থিতির হারের উপর সর্বাধিক ২৫ শতাংশ ছাড় দেওয়া হতে পারে।

যদিও এই বিশেষ সুবিধা পেতে গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তথ্যপ্রমাণ ও নথি জমা দিতে হবে। 

সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন অবিলম্বে প্রত্যেক ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের এই নয়া নিয়ম সম্পর্কে অবহিত করে। যাতে পরে এ নিয়ে কোনও সংশয় বা সমস্যা তৈরি না হয়।

এই বিষয়ে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে, তাতে নির্দিষ্টভাবে আরও বলা হয়েছে, ‘স্কুলের অ্য়াটেনডেন্স রেকর্ড পরীক্ষা করে দেখার জন্য বোর্ডের তরফ থেকে সারপ্রাইজ ভিজিট করা হতে পারে। সেই পরিদর্শনের সময় যদি দেখা যায়, সেই রেকর্ড অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, অথবা সেই স্কুলের পড়ুয়ারা নিয়মিত স্কুলে আসছে না, তাহলে সেই স্কুলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হতে পারে। এমনকী, তাদের অনুমোদন বাতিল পর্যন্ত করা হতে পারে।’

Related Posts

Leave a Reply