শুধুমাত্র স্পর্শকাতর বুথেই সেন্ট্রাল ফোর্স
এবার সেই নির্দেশ মত বাহিনী মোতায়েন প্ল্যান করে দিল বিএসএফ। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। মূলত স্পর্শকাতর বুথ গুলিতেই রাখা হচ্ছে।
এখানে বলে রাখা ভাল, কেন্দ্রীয় বাহিনীর সেকশন অনুযায়ী মোতায়েন করা হয়। এক সেকশন মানে কমপক্ষে ৮ জনের বেশি। কিন্তু ভোটের সময় ওই সেকশন ভাঙতে হয়। তবে তা কমপক্ষে হাফ সেকশন অর্থাৎ ৪ জন। তার নীচে কোনওভাবে মোতায়েন সম্ভব নয়। এ বিষয়ে কমিশনকেও জানিয়ে দিয়েছিল বিএসএফ। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রককেও চিঠি পাঠিয়েছিল বিএসএফ। তারপরেই দেখা যাচ্ছে বিএসএফ কমিশনকে জানিয়ে দিল মোতায়েন প্ল্যান।
সেখানে দেখা যাচ্ছে:
- একটি ও সর্বাধিক দুটো বুথ আছে যে প্রেমিসেসে, সেখানে হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
- ৩ থেকে ৪টি বুথ রয়েছে যেখানে, সেখানে মোতায়েন থাকবে ১ সেকশন কেন্দ্রীয় বাহিনী।
- ৫ থেকে ৬টি বুথ রয়েছে যেখানে, সেখানে ১.৫ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।
- ৭ ও তার থেকে বেশি বুথ রয়েছে এমন প্রেমিসেসে থাকবে ২ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী।
- এবং প্রতি স্ট্রং রুমের জন্য ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।