November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ নির্দেশিকা জারির পথে কেন্দ্র

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 

কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ হত্যাকাণ্ডে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পুলিশের ঘেরাটোপে থাকা আতিককে মারতে খুনিরা এসেছিল সাংবাদিক সেজে।  সাংবাদিক বেশেই পুলিশি ঘেরাটোপের মধ্যে ঢুকে পড়েছিল তিন আততায়ী। তারপরেই কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে চম্পট। আর এই উত্তরপ্রদেশের এহেন ভয়াবহ ঘটনার পরে সাংবাদিকদের সুরক্ষার নিয়ে উঠেছে বড়সড়ো প্রশ্ন। সেই  প্রশ্ন নিরিসনে বিশেষ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র। সূত্র মারফত জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রক আলাদা করে নির্দেশিকা জারি করতে চলেছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, আতিকের হত্যাকাণ্ডের পরেই বিশেষ আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত তাঁদের পরামর্শেই সাংবাদিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হবে। সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা বজায় রাখতে বিশেষ পদক্ষেপ করা হবে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। যদিও ঠিক কী ধরণের নির্দেশিকা জারি করবে কেন্দ্র, সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই গুলিবিদ্ধ হন গ্যাংস্টার আতিক। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আতিক, সেই সময়েই বিশাল সংখ্যক পুলিশবাহিনী ও মিডিয়ার সামনেই পরপর গুলি চালায় তিন অভিযুক্ত। চোখের সামনে এহেন ঘটনা দেখে হতবাক হয়ে পড়েন সাংবাদিকরা। তবে সঙ্গে সঙ্গেই ধরা পড়ে যায় তিনজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, “অন্য সাংবাদিকদের ভিড়েই মিশে ছিল আততায়ীরা। আতিক পৌঁছতেই ক্যামেরা হাতে একজন তাঁর খুব কাছে পৌঁছে যায়। বুম হাতে আরেক ব্যক্তিও এসে যায় আতিকের কাছে। সাংবাদিকদের প্রশ্ন শুরু হতেই তৃতীয় ব্যক্তি গুলি চালাতে শুরু করে। সঙ্গে সঙ্গেই ক্যামেরা ও বুম ফেলে দিয়ে গুলি চালায় বাকি দুই ব্যক্তিও।”

Related Posts

Leave a Reply