দেশের বাজারে সস্তায় ওষুধ: চমক ট্রাম্পের
কলকাতা টাইমসঃ
নির্বাচনের আগে সস্তায় চমক দেওয়ার চেষ্টা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার কারণে নাস্তানাবুদ ট্রাম্প সেই করোনাকে আঁকড়ে ধরেই শেষ মুহূর্তে নির্বাচনী বৈতরিনি পার হওয়ার রাস্তা ধরলেন। করোনা সহ দেশের সমস্ত ওষুধের দামের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে আদেশনামা জারি করলেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ওষুধের আমদানি শুল্কের ওপরেও নজিরবিহীন ছাড় দিয়ে দেশের বাজারে ব্যাপক সস্তা করে দিলেন ওষুধসামগ্রীর দাম।
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ শুক্রবারও করোনার কারণে মার্কিন মুলুকে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই নিয়ে গত চার দিনে মৃত্যু হলো প্রায় ৫ হাজার মার্কিন নাগরিকের। এই ভয়াবহ আবহের মধ্যেই শুক্রবার হোয়াইট হাউজে এই আদেশনামায় সই করেন। বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ ট্রাম্প নির্বাচনের আগে নিজের জনপ্রিয়তা বাড়াতেই দেশের মাটিতে ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।