বড়োদের থেকে ১০০ গুন্ বেশি করোনা ভাইরাস বহন করতে সক্ষম শিশুরা !
কলকাতা টাইমসঃ
শিশুদের নিয়ে করোনা প্রসঙ্গে উঠে এলো এক ভয়ংকর তথ্য। জানা যাচ্ছে, বড়োদের থেকে ১০০ গুন্ বেশি করোনা ভাইরাস বহন করতে সক্ষম শিশুরা! বিশেষত পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেই এই দাবি করা হয়েছে। কিন্তু শিশুরা কতটা সংক্রমণ ছড়াতে সক্ষম, সে বিষয়ে পরিষ্কার করে কিছু উল্যেখ করা হয়নি। গতকাল প্রকাশিত এক গবেষণাপত্রে উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, ২৩ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত আন এন্ড রবার্ট এইচ লুরিয়ে চিল্ড্রেন হসপিটাল এবং নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি আমেরিকার শিকাগো, ইলিনয়েস হাসপাতালের এমার্জেন্সি থেকে নমুনা সংগ্রহ করে। ১ মাস থেকে ৬৫ বছর বয়সীদের তিনটি গ্রূপে ভাগ করা হয়। ১ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য একটি গ্রুপ তৈরী করা হয়। অন্য দুটি গ্রূপ তৈরী হয়, ৫ থেকে ১৭ এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের নিয়ে।