ছবি আঁকতে ভুলে যাচ্ছে শিশুরা
কলকাতা টাইমসঃ
প্রযুক্তির ব্যবহার বাড়ায় শিশুদের মধ্যে ছবি আঁকার দক্ষতা তৈরি করতে বাধা সৃষ্টি করছে। ছবি আঁকতেই ভুলে যাচ্ছে শিশুরা। তুরস্কের এক শিশু উন্নয়ন বিশেষজ্ঞ তথা শিক্ষাবিদ আইসেনুর বেকারোগলুর মতে, পড়াশুনার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিশুদের অশিক্ষিত থাকার থেকে কিছুটা এগিয়ে রাখবে। কিছুটা ব্যাঙ্গাত্মক সুরেই একথা বলেন তিনি।
বেকারোগলু বলেন, স্মার্টফোন ও ট্যাবলেটের সামনে সময় কাটানোর ফলে শিশুদের নিউরন ক্ষতিগ্রস্থ হচ্ছে। যার ফলে প্রভাব পড়ছে তাদের সহজাত ক্ষমতায়। যে ক্ষমতার বিকাশ হয় এই শিশু বয়েসেই। তাদের নিরলস প্রচেষ্টাই আগামী সময়ে তাদের কিছু জনকে চিত্রকর হয়ে উঠতে সাহায্য করতো।