অবাক মেধা : ৮ বছর বছর বয়সেই ১০৬ টি ভাষায় পারদর্শী শিশু !

কলকাতা টাইমসঃ
বয়স মাত্র ৮ বছর। এরই মধ্যে তার পান্ডিত্য তাক লাগিয়েছে সকলকে। এই বয়সেই সে শিখে ফেলেছে ১০৬টি ভাষা। অনর্গল লিখতে, পড়তে এবং বলতে পাড়ে সে প্রত্যেকটা ভাষা। চেন্নাইয়ের অবাক মেধার এই শিশুটির নাম নিয়াল থোগুলুভা।
নিয়াল নিজেই জানাচ্ছে, আমি এখন ১০৬টি বেশি ভাষা পড়তে ও লিখতে পারি। ১০টি ভাষায় স্বচ্ছন্দ্যে কথা বলতে পারি। বর্তমানে আমি আরও পাঁচটি ভাষা শেখার চেষ্টা করছি। নিয়ালের বাবা শংকর নারায়ন জানান, গত দেড় বছর ধরে তার ছেলের ভাষার প্রতি এই আগ্রহ দেখতে পাচ্ছেন তারা। মূলত ভারতীয় বিভিন্ন প্রদেশের ভাষা তার এখন করায়ত্ব।