ব্রহ্মোস-এ আগ্রহ দেখাচ্ছে চিলি ও পেরু, আর ভারতের নিশানায় আরও আধুনিক ‘ব্রহ্মোস লাইট’
নিউজ ডেস্কঃ
দক্ষিণ আমেরিকার দেশ চিলি ও পেরু ভারতের ব্রহ্মোস ক্রুজ মিসাইলের ব্যাপারে বেশ আগ্রহ দেখাচ্ছে। জানা গেছে, চিলির সশস্ত্র সেনাবাহিনী এই মিসাইল কিনতে আগ্রহী। এই নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। এসইউ-৩০ এয়ারক্র্যাফ্ট থেকে ব্রহ্মোসের সফল উৎক্ষেপনের পর থেকেই অনেকেই এটি কিনতে আগ্রহী। জাহাজ নির্মাণ, রাডার সিস্টেম, সাবমেরিন এবং যৌথ মহড়ার বিষয়েও চিলি এবং ভারতের সশস্ত্র বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই ‘ব্রহ্মোস’ মিসাইলের সফল পরীক্ষা করে ভারত। পাশাপাশি, আরও দ্রুত শত্রুপক্ষের দিকে মিসাইল ছুঁড়ে দিতে ভারতের হাতে আসছে অপেক্ষাকৃত হালকা ওজনের ‘ব্রহ্মোস লাইট’। এটি হালকা হওয়ায় তেজস-এর থেকে আরও সহজে ছোঁড়া যাবে এটি। ইতিমধ্যেই নয়া এই ভার্সনের মিসাইল তৈরির কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে।