January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

জাত শত্রু আমেরিকা কাছে এবার চীনের কাতর অনুরোধ, দয়া করে বন্ধ করুন …   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

টা চীনের হুঁশিয়ারি না অনুরোধ তাই ভেবে পাচ্ছে না বিশ্ব।  আমেরিকাকে নতুন করে বার্তা দিল চীন। এক বিবৃতিতে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, দোয়া করে চীনকে দৈত্য প্রমান করা বন্ধ করুন।

এর আগে অবশ্য চীন আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল ‘অপরের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা যদি যদি যুক্তরাষ্ট্র এখনো শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমরা সেটা তাদের শিখিয়ে দেব। কিন্তু দিন কাটতে না কাটতেই কোবিদ-১৯ উৎপত্তিস্থলে বিশেষজ্ঞ পাঠানোর  আমেরিকার সিদ্ধান্তের পরই এই বার্তা দিল ড্রাগন।

চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই’র ওই বক্তব্য প্রকাশ করা হয়। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

নেড প্রাইস বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন ‘শক্তিমত্তার অবস্থান’ থেকে কথা বলবে। এর প্রতিক্রিয়ায় ওয়াং ই বলেন, বিশ্বের কোনো দেশের ওপর এখন আর অন্য কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনও তার সঙ্গে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না।

Related Posts

Leave a Reply