বিশ্বের সবচেয়ে বড় ‘করোনা’ প্রফিটের অপেক্ষায় চীন
কলকাতা টাইমসঃ
বছরে প্রায় ১০ কোটি করোনা প্রতিষেধক নিয়ে বিশ্বের সবচেয়ে বড় ডিলের অপেক্ষায় চীন। করোনা প্রতিষেধক প্রায় হাতের মুঠোয় চলে এসেছে বলে মনে করছে বিশ্বের সর্ববৃহৎ বায়োমেডিকেল কোম্পানি দ্য ফোর্থ কনস্ট্রাকশান কোম্পানি লিমিটেড’।
হুবেই এর এই সংস্থা অ্যান্টিবডি, সেল থেরাপি এবং ইনসুলিন নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা চালায়। গত মাসেই তারা তাদের ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে। ইতিমধ্যেই প্রতিষেধক উৎপাদনের জন্য প্রায় ৭০ হাজার স্কয়ার কিলোমিটার জায়গা নিয়ে প্রস্তুত রয়েছে এই চৈনিক কোম্পানি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এখনও পর্যন্ত ৮ টি প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। যার মধ্যে চারটি চীনের। ইতিমধ্যেই ট্রায়ালের দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে চীনের ‘অ্যাডিনোভাইরাস ভেক্টর’। চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের প্রধান ড. গাও ফু জানিয়েছেন, সেপ্টেম্বরেই আসতে পারে করোনা প্রতিষেধক। যা প্রথমে দেওয়া হবে সেদেশের স্বাস্থ্যকর্মীদের।